সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলার
প্রধানমন্ত্রী শেখ হসিনার সঙ্গে ভারতের সফররত পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার বৈঠক আজ সন্ধায় গণভবনে অনুষ্ঠিত হতে পারে।
আজ সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসেন।
তিনি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।
একটি সূত্র দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে।’
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি শুরুর পর ভারত থেকে এই প্রথম উচ্চ-পর্যায়ের সরকারি সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পররাষ্ট্রসচিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তা বহন করতে পারেন বলেও প্রতিবেদনে বলা হয়।
Comments