প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ শুরু র্যাবের
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রধান তিন আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে র্যাব।
তাদেরকে জন্য আজ সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে হেফাজতে নিয়েছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মোজাম্মেল হোসেন।
জিজ্ঞাসাবাদ শুরুর আগে আজ তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহীন মো. আবদুর রহমান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশের তিন জনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষার পর তাদের তিনজনকে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।’
নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস নয়জনকে আসামি করে গত ৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত সব আসামিই পুলিশ সদস্য। এদের মধ্যে লিয়াকত আলী, প্রদীপ কুমার দাশ, নন্দ দুলাল রক্ষিত লিটন মিয়া, সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন।
প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতকে গত ৬ আগস্ট সাত দিন করে, লিটন মিয়া, সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীনকে ১২ আগস্ট সাত দিন করে রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
Comments