সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর করোনা শনাক্ত
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে।
রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল জানান, সংসদ সদস্য ফজলে করিম গতকাল সোমবার সকালে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি করোনা পরীক্ষার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন।
তিনি আরও জানান, তার নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং গতকাল রাতে পজিটিভ রিপোর্ট আসে।
ফজলে করিম নিজ বাড়িতে আইসোলশনে আছেন এবং সেখানেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
সূত্র জানায়, এ বি এম ফজলে করিম ১৫ আগস্ট উপজেলায় জাতীয় শোক দিবসে কর্মসূচিতে অংশ নেন।
যোগাযোগ করা হলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ জানান, উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচিতে সবাই সামাজিক দূরত্ব মেনে অংশ নেন।
'এ কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে আমরা ১৪ দিনের আইসোলশনে যেতে বলেছি,' যোগ করেন তিনি।
Comments