বাংলাদেশে পিপিপি প্রকল্পে এডিবির ৫ কোটি ডলার ঋণ অনুমোদন
বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এর আওতায় অবকাঠামো প্রকল্পের জন্য পাঁচ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ মঙ্গলবার এডিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এডিবি'র প্রিন্সিপাল ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ডংডং জাং বলেন, ‘এই ঋণ সহায়তা পিপিপির আওতায় অবকাঠামো প্রকল্প উন্নয়নে সরকারের সক্ষমতা জোরদারে সহায়তা করবে। সেইসঙ্গে বেসরকারি অবকাঠামোগত বিনিয়োগের সহায়ক হিসেবে কাজ করবে।’
তিনি বলেন, 'বাংলাদেশ করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে। এ সময়, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য পিপিপি গুরুত্বপূর্ণ হাতিয়ার।'
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এর সক্ষমতা বাড়াতে আর্থিক মধ্যস্থতাকারী এই ঋণ কাজে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশের অবকাঠামোগত প্রকল্পগুলোকে স্থানীয় মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ দিতে সরকার এটি প্রতিষ্ঠা করেছে।
Comments