নদী ভরাটের দায়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রকে ১০ লাখ টাকা জরিমানা

নদী ভরাট ও পরিবেশগত সমীক্ষার শর্ত ভঙ্গ করায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টকে দশ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।
Ashuganj power station company-1.jpg
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। ছবি: সংগৃহীত

নদী ভরাট ও পরিবেশগত সমীক্ষার শর্ত ভঙ্গ করায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টকে দশ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানি শেষে এ জরিমানা করা হয়।

বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার আরও তিনটি কারখানা ও কক্সবাজারের রামু উপজেলার এক ইট ভাটাকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নদী ভরাট করা ও ইআইএ (এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট) ভঙ্গ করায় বিদ্যুৎ কেন্দ্রকে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

এ ছাড়া, তরল বর্জ্য পরিশোধনাগার অচল রেখে কারখানা পরিচালনা করায়, ব্রাহ্মণবাড়িয়ার তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় কক্সবাজারের রামু উপজেলার ভাই ভাই ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

12h ago