করোনা ভ্যাকসিন পেতে বাংলাদেশ অগ্রাধিকার পাবে: শ্রিংলা
করোনা ভ্যাকসিন পেতে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ভারতের সফররত পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
আজ বুধবার তিনি বলেন, ‘ভারত ভ্যাকসিন তৈরি করছে যা শুধুমাত্র তাদের জন্য নয় বরং অন্যদের জন্যও।’
‘সেক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে’, যোগ করেন তিনি।
বাংলাদেশ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ দুপুরে সোনারগাঁওয়ে গণমাধ্যমকে বলেন, ‘মানুষের অর্থনীতি ও জীবিকা প্রভাবিত মহামারি নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকা চায় দিল্লি বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষা করুক।’
‘আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, যদি প্রয়োজন হয়। বিশেষত ভ্যাকসিন ট্রায়ালের ক্ষেত্রে, আমরা প্রস্তুত,’ যোগ করেন তিনি।
‘ভারতীয় পক্ষ ইতিবাচকভাবে সাড়া দিয়েছে’ বলেও জানান তিনি।
‘বাংলাদেশে বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা শেষ পর্যন্ত সহযোগিতা তৈরি করতে তাদের সহযোগিতা কামনা করেছি।’
Comments