পর্বতারোহী রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালক ২ দিনের রিমান্ডে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহতের মামলায় গ্রেপ্তারকৃত মাইক্রোবাস চালক মো. নাঈমকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোবারক আলী আসামি নাইমকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গত মঙ্গলবার রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর থেকে ওই মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং মাইক্রোবাসচালক মো. নাইমকে (২৭) গ্রেপ্তার করা হয়।
গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন রত্না। পরে, হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments