ট্রেবল জয়ী সেই দলের চেয়েও শক্তিশালী বর্তমান বায়ার্ন?

অল্প কিছু সংখ্যক দলই ট্রেবল জয়ের বিরল কীর্তি গড়তে পেরেছে ফুটবল ইতিহাসে। তার একটি করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ঘরোয়া দুটি শিরোপাও জিতেছিল দলটি। রিবেরি-রোবেনদের নিয়ে গড়া দলটি ছিল বেশ শক্তিশালী। কিন্তু সেই দলটির চেয়েও বর্তমান বায়ার্ন মিউনিখ অনেক বেশি শক্তিশালী বলেই মনে করেন দলের অধিনায়ক ম্যানুয়েল নয়ার।
ছবি: রয়টার্স

অল্প কিছু সংখ্যক দলই ট্রেবল জয়ের বিরল কীর্তি গড়তে পেরেছে ফুটবল ইতিহাসে। তার একটি করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ঘরোয়া দুটি শিরোপাও জিতেছিল দলটি। রিবেরি-রোবেনদের নিয়ে গড়া দলটি ছিল বেশ শক্তিশালী। কিন্তু সেই দলটির চেয়েও বর্তমান বায়ার্ন মিউনিখ অনেক বেশি শক্তিশালী বলেই মনে করেন দলের অধিনায়ক ম্যানুয়েল নয়ার।

আগের দিনই সেমি-ফাইনালে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। ম্যাচ শেষে নিজেদের দলের শক্তিমত্তা নিয়ে নয়ার বলেন, 'যে কোনো সময়ের চেয়ে আমাদের দলটি অনেক ভালো অবস্থানে আছে। এখন আমাদের যে ক্লাস রয়েছে তা শুধু ১৮ জন খেলোয়াড়ে সীমাবদ্ধ নয়, সবমিলিয়ে দারুণ একটি দল আছে আমাদের।'

আর বলবেনই না কেন? চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে রয়েছে দলটি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনাকে রীতিমতো গলির দলে পরিণত করেছে। ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শুধু তাই নয়, এর আগে লন্ডনের দুই ক্লাব চেলসি ও টটেনহ্যাম হটস্পার্সের মতো শক্তিশালী দলের বিপক্ষেও ছেলে খেলায় মেতেছিল তারা। সবমিলিয়ে সিঙ্গেল রাউন্ডের কোয়ার্টার ও সেমির আসরে এখন পর্যন্ত ৪২টি গোল দিয়েছে তারা। নকআউট পর্বের শেষ দুই রাউন্ডে আরও একটি রাউন্ড থাকলে হয়তো পরিমাণটা আরও বাড়ত।

মূলত খেলোয়াড়দের পাশাপাশি কোচ হ্যান্সি ফ্লিকের প্রশংসা করতে গিয়েই এমনটা বলেছেন নয়ার। কারণ এই দলটিই নিকো কোভাচের অধীনে সংগ্রাম করছিল। সে সময় ট্রেবল জয়ের স্বপ্ন তো দূরের কথা, টানা সাতবার বুন্ডেসলিগার জয়ী দলটি লিগ শিরোপাও ধরে রাখার চিন্তা করেনি। পরে ফ্লিকের অধীনে অসাধারণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।

তবে আগের দিন ভাগ্য সঙ্গ না দিলে ফলাফল অন্যরকমও হতে পারতো। শুরুতে দুটি নিশ্চিত গোল মিস করে লিঁওর ফরোয়ার্ডরা। তবে শেষ পর্যন্ত সেমি-ফাইনালের ম্যাচে ৩-০ গোলের জয়কে বড় করে দেখছেন বায়ার্ন অধিনায়ক, 'আমরা জানতাম কি হতে যাচ্ছে। শুরুতে আমরা কিছুটা ভাগ্যবান ছিলাম। এরপরই আমরা আমাদের ক্লাস দেখিয়ে দিয়েছি। গোলটি সঠিক সময়ে এসেছে। আমরা শুরুটা ভালো করতে পারিনি। কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ৩-০ গোলের ব্যবধানে জয় অসাধারণ ফলাফল।'

Comments