মির্জাপুরের এমপি একাব্বর হোসেন সস্ত্রীক করোনায় আক্রান্ত
টাঙ্গাইল-৭ (মির্জাপুর উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) মো. একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সকালে ঝর্ণা হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চার দিন আগে আমার কোভিড-১৯ পজিটিভ আসে। মঙ্গলবার আমার স্বামীর করোনা শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য গতরাত ১২টার দিকে আমরা সিএমএইচ-এ ভর্তি হয়েছি।’
এর আগে তার ছেলে তাহরীম হোসেন ফেসবুক পোস্টে লেখেন— প্রিয় মির্জাপুরবাসী, আপনাদের সংসদ সদস্য আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এবং আমার মা ঝর্ণা হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ-এ চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত দুই লাখ ৮৫ হাজার ৯১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন তিন হাজার ৭৮১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।
Comments