চাঁদাবাজির মামলায় সিলেট ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এবং সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। গতকাল রাত ৯টার দিকে নগরীর টিলাগড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহপরাণ থানায় হস্তান্তরের পরে হিরণ মাহমুদ নিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে ওই থানায় দায়ের হওয়া মামলায় নিপুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
নিপুর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ৬টি মামলা রয়েছে। চাঁদাবাজির একটি মামলায় গত বছরের নভেম্বরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
সিলেট জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি হিরণ মাহমুদ নিপু ২০১১ সালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৫ সালে নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে হামলার ঘটনায় সমালোচিত হলে কমিটি বিলুপ্ত করা হয়।
Comments