এইচপির প্রধান কোচ চূড়ান্ত
সাইমন হেলমেট চলে যাওয়ার পর শূন্য হওয়া জায়গায় হাই পারফরম্যান্স স্কোয়াডের (এইচপি) প্রধান কোচ চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। কোচিংয়ে সর্বোচ্চ পর্যায়ে অভিজ্ঞতা থাকা একজনকে দেওয়া হচ্ছে এই দায়িত্ব।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই খবর দিয়েছেন বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।
শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সঙ্গে যাবে এইচপি স্কোয়াডও। সেখানে জাতীয় দলের সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হলে এইচপি দলও শ্রীলঙ্কা এইচপির সঙ্গে সিরিজ খেলবে।
নাঈমুর জানান, এসব সূচি সামনে রেখেই পুরো কোচিং স্টাফ তৈরি রাখছেন তারা। শূন্য থাকা প্রধান কোচের পদটাও পূরণ হতে যাচ্ছে, ‘আমাদের কোচিং স্টাফ নিয়ে সমস্যা নেই। কারণ আমাদের প্রধান কোচ একজন প্রায় ফাইনাল করা হয়েছে। আমাদের মোটামুটি কোচিং স্টাফ নিয়ে সমস্যা নাই কারণ আমাদের একজন প্রধান কোচ প্রায় চূড়ান্ত, আসবে। তার ফাইনাল ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছি। খুব অল্প সময়ের ভেতরে আপনারা জানতে পারবেন। চূড়ান্ত হলে প্রেস রিলিজ দেওয়া হবে। প্রোফাইলতো ভালো , এইচপির জন্য সম্ভাব্য সেরা একজনকেই নেওয়া হচ্ছে।’
‘বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে অলরেডি শ্রীলঙ্কাতেই আছে। আর বাকি যারা ঢাকা থেকে যাবে তাদেরও টেস্ট হবে।’
লম্বা সফরে জাতীয় দলের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা যাবে এইচপি দল। লঙ্কা যাওয়ার আগে তিন দফায় সবার করোনাভাইরাস পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন নাঈমুর।
Comments