সাংবাদিক আরিফুলকে নির্যাতন

কুড়িগ্রামের সাবেক ডিসি ও ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলার নথি তলব

কুড়িগ্রামে জেলা প্রশাসকের নির্যাতনের শিকার বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের দায়ের করা মামলার অগ্রগতি জানতে চেয়ে কেস ডায়েরি তলব করেছেন আদালত।
আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে জেলা প্রশাসকের নির্যাতনের শিকার বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের দায়ের করা মামলার অগ্রগতি জানতে চেয়ে কেস ডায়েরি তলব করেছেন আদালত।

আজ শুক্রবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিন্ধনকারী কর্মকর্তা (জিআরও) আমজাদ হোসনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল দুপুরে আরিফুলের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মোশাররফ হোসেন এ আদেশ দেন। আগামী ৯ সেপ্টেম্বর তদন্তকারী র্কমর্কতাকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আরিফুলের আইনজীবী আজিজুর রহমান দুলু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ প্রবিধানমালা ১৯৪৩ এর ২১ অনুযায়ী আবদেনটি দাখিল করা হয়েছে। এর মাধ্যমে জানা যাবে এই মামলার তদন্তে কতটা অগ্রগতি হয়েছে এবং কী কী অগ্রগতি হয়েছে।’

চলতি বছরের ৩১ মার্চ কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন আরিফুল। মামলার নম্বর-২৪ জি আর নম্বর-৮৩/২০২০ (কুড়ি)। মামলায় অভিযোগ আনা হয়, সংবাদ প্রকাশের জেরে গত ১৩ মার্চ মধ্যরাতে হত্যার উদ্দেশ্যে আরিফুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে শারীরিক নির্যাতন এবং ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেওয়া হয়। ওই ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন, তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ করেন আরিফুল। হাইকোর্টের নির্দেশে ৩১ মার্চ কুড়িগ্রাম সদর থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।

Comments

The Daily Star  | English

Fire breaks out on LPG tanker at Kutubdia anchorage

31 people, including 18 crew comprising nine Bangladeshis, eight Indonesians, and one Indian, were rescued

19m ago