পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট রুট

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু

ছবি: স্টার ফাইল ফটো

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।’

‘তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসায় আজ শুক্রবার সকাল ৮টায় লঞ্চ চলাচল শুরু হয়।’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ১৬টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

Comments