'হিমেনেজই হতে পারেন রোনালদোর নতুন বেনজেমা'

রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়ে করিম বেনজেমার সঙ্গে দারুণ জুটি গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার অনেক গোলের উৎসই ছিলেন এ ফ্রেঞ্চম্যান। কিন্তু জুভেন্টাসে সে অর্থে তার মতো করে কেউ সাহায্য করতে পারছে না রোনালদোকে। তাই রোনালদোর সেরাটা পেতে নতুন বেনজেমার খোঁজে রয়েছে দলটি। উলভারহ্যাম্পটনের রাউল হিমেনেজই জুভেন্টাসের নতুন বেনজেমা হতে পারেন বলেই জানিয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কোচ ফ্যাবিও ক্যাপেলো।
ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়ে করিম বেনজেমার সঙ্গে দারুণ জুটি গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার অনেক গোলের উৎসই ছিলেন এ ফ্রেঞ্চম্যান। কিন্তু জুভেন্টাসে সে অর্থে তার মতো করে কেউ সাহায্য করতে পারছে না রোনালদোকে। তাই রোনালদোর সেরাটা পেতে নতুন বেনজেমার খোঁজে রয়েছে দলটি। উলভারহ্যাম্পটনের রাউল হিমেনেজই জুভেন্টাসের নতুন বেনজেমা হতে পারেন বলেই জানিয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কোচ ফ্যাবিও ক্যাপেলো।

চলতি মৌসুমে উলভারহ্যাম্পটন থেকে হিমেনেজকে কিনে নেওয়ার চেষ্টা করছে তুরিনের ক্লাবটি। যদিও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তবে তাকে কিনতে পারলে ইতালিয়ান ক্লাবটির জন্য খুব ভালো হবে বলেই জানান ক্যাপালো। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন 'সে (হিমেনেজ) দারুণ একজন খেলোয়াড় যার অনেক প্রতিভা রয়েছে। রোনালদোর পাশে খেলার জন্য ওই আদর্শ।'

আর কেন এ মেক্সিকান ফরোয়ার্ডই জুভেন্টাসে রোনালদোর পাশে আদর্শ খেলোয়াড় হবেন তার যুক্তিও দিয়েছেন এ ইতালিয়ান কোচ, 'কারণ ক্রিস্তিয়ানো জুভেন্টাসে বেনজেমাকে অনেক মিস করছেন এবং এটা হতে পারে রাউল।'

দুদিন আগেই জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর ফ্যাবিও পারাতিসি লন্ডনে এসে হিমেনেজের ব্যাপারে আলোচনা করে গেছেন। আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। জানা গেছে এ মেক্সিকান তারকার জন্য ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি চায় ক্লাবটি। কিন্তু এতো টাকা না দিয়ে অদল-বদলে যেতে চায় তুরিনের ক্লাবটি। ক্রিস্তিয়ান রোমেরো অথবা দানিয়েল রুগেরিকে দিতে চায় তারা। তবে উলভারহ্যাম্পটনের চাওয়া অ্যালেক্স সান্ন্দ্রো, অ্যারন রামসি এবং দগলাস কস্তা।

তাই চুক্তিটি করা বেশ কঠিনই জুভেন্টাসের জন্য। তবে কিছু খেলোয়াড়কে বিক্রি করে নগদের পরিমাণ বাড়াতে পারলে তা সম্ভব বলে মনে করেন ক্যাপালো, 'জুভেন্টাসের সমস্যা হচ্ছে তাদের খেলোয়াড় বিক্রি করতে হবে এবং ট্রান্সফার মার্কেটে যেতে হলে কিছু খেলোয়াড়কে ধারেও অন্য ক্লাবে পাঠাতে হবে।'

চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিলেন হিমেনেজ। সব প্রতিযোগিতা মিলে গোল দিয়েছেন ২৭টি। তাকে পেতে জুভেন্টাসের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবও চেষ্টা চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

40 garment factories closed in Ashulia amid labour unrest

Negotiations between the owners and workers are still in progress in a bid to resolve the issues

9m ago