লালমনিরহাটে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মৃতের ছেলে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
তিনি বলেন, ‘ডা. আতিয়ার রহমাস দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার আনোয়ার খান হাসপাতালে নেওয়া হয়।’
‘সেখানেনমুনা পরীক্ষা করলে বাবার কোভিড-১৯ শনাক্ত হয়,’ যোগ করেন শ্যামল।
আজ শুক্রবার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে এনে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে বলেও জানান তিনি।
Comments