চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত জসিম উদ্দীন (৩২) জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এএসপি আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ভোর সাড়ে ৫টায় রহনপুর স্টেশন এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচতলায় অভিযান চালায়। এসময় ওই বাড়ির একটি ঘরের খাটের তোষকের নীচ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ১০৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জসিমকে আটক করা হয়।
র্যাব জানায়, জসীম দীর্ঘদিন ধরেই অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments