অর্থপাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শামীম গ্রেপ্তার
অর্থপাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে দায়ের করা দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলার তদন্ত করছে সিআইডি।’
‘এই অর্থ পাচারের সঙ্গে ছাত্রলীগ নেতা শামীমও জড়িত বলে ওই দুজন গত ৩০ জুলাই ঢাকার একটি আদালতে জানান,’ যোগ করেন এসপি।
তিনি বলেন, ‘ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার অভিযোগে গত ৭ জুন সাজ্জাদ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, ওই ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তারা দুজন মিলে প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
পরে ২৬ জুন সিআইডি তাদের দুজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় অর্থপাচার আইনে মামলা দায়ের করে।
Comments