এপিবিএন’র ৩ সদস্যকে হেফাজতে নিয়েছে র্যাব

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে কক্সবাজার জেলা কারাগার থেকে নিয়ে যান মামলাটির তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোজাম্মেল হোসেন।
জানা গেছে, কারাগার থেকে বেলা পৌনে ১টার দিকে এপিবিএন’র তিন সদস্যকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১৫’র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন মো. আবদুর রহমান চৌধুরী। তিনি জানান, এপিবিএন’র তিন সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
এর আগে, গত ১৮ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় এপিবিএন’র তিন সদস্যের সাত দিনের করে রিমান্ড দিয়েছেন টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশের খান।
আরও পড়ুন:
সিনহা হত্যা মামলায় এপিবিএনের ৩ সদস্য রিমান্ডে
প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামিকে শামলাপুর চেকপোস্টে নেওয়া হয়েছে
সিনহা হত্যা মামলা: প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামি রিমান্ডে
সিনহা হত্যায় ৩ সাক্ষী ও ৪ পুলিশ সদস্য ৭ দিনের রিমান্ডে
সিনহা হত্যা মামলার ৪ আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ
সিনহা হত্যায় পুলিশের মামলার ৩ সাক্ষীকে কারাগারে প্রেরণ
সিনহা হত্যা মামলা: প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামি রিমান্ডে
নিরস্ত্র সিনহাকে গুলি করেছিলেন লিয়াকত: সিফাত
মেজর সিনহা হত্যাকাণ্ডে কক্সবাজারের এসপিকেও বিচারের আওতায় আনতে হবে: রাওয়া চেয়ারম্যান
মেজর সিনহার বড় বোনের হত্যা মামলা দায়ের
টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস
সিনহা হত্যা মামলার ৮ আসামি আদালতে, প্রদীপ দাশকে নেওয়া হচ্ছে কক্সবাজার
Comments