জ্বলছে ক্যালিফোর্নিয়া: ২ লাখ মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, কানাডা-অস্ট্রেলিয়ার সাহায্য চাইলেন গভর্নর

শত শত দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের মধ্য ও উত্তর ক্যালিফোর্নিয়া। ইতোমধ্যে মারা গেছেন ছয় জন। অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় কয়েকটি দাবানল দেখা গেছে শুক্রবার। আগুনের গতিপথে পড়ে হুমকিতে আছে অনেকগুলো ছোট শহর।
CALIFORNIA-WILDFIRE.jpg
স্যাটেলাইট থেকে তোলা ক্যালিফোর্নিয়ার দাবানল। ছবি: রয়টার্স

শত শত দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের মধ্য ও উত্তর ক্যালিফোর্নিয়া। ইতোমধ্যে মারা গেছেন ছয় জন। অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় কয়েকটি দাবানল দেখা গেছে শুক্রবার। আগুনের গতিপথে পড়ে হুমকিতে আছে অনেকগুলো ছোট শহর।

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহ জুড়ে সৃষ্টি হওয়া দাবানল যুক্তরাষ্ট্রের রোডি অ্যাইল্যান্ডের চেয়েও বেশি এলাকাকে পুড়িয়ে দিয়েছে। পাঁচশ’র বেশি বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দমকল কর্মী ও বেসামরিক লোকসহ ৪৩ জন আহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, দমকল কর্মীরা কমপক্ষে ৫৬০টি দাবানল নেভানোর কাজ করছেন। বজ্রপাতের ফলেই বেশিরভাগ আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হওয়ায় কানাডা ও অস্ট্রেলিয়ার সহায়তা কামনা করেছেন তিনি।

এক সংবাদ বিবৃতিতে ক্যালিফোর্নিয়াবাসীর উদ্দেশ্যে গভর্নর বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান। আমাদের নির্দেশনাগুলো মেনে চলুন। চলমান পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করার চেষ্টা করুন।’

গত দুই দশক ধরে ক্যালিফোর্নিয়ায় অন্তত ১২ হাজার শুকনো বজ্রঝড়ের সৃষ্টি হয়েছে, যার ফলে ভূমিতে ছোট বড় দাবানলের সৃষ্টি হয়েছে। এবারের দাবানল থেকে বাঁচতে প্রায় দুই লাখ বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago