বন্য হাতি মৃত্যুর কারণ অনুসন্ধানে রিট
অস্বাভাবিক মৃত্যুর কবল থেকে বন্য হাতি রক্ষায় কর্তৃপক্ষের ‘উদাসীনতা’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে এ রিট করেছেন।
রিটে চট্টগ্রামে গত কয়েক বছরে বন্য হাতির মৃত্যুর কারণ অনুসন্ধানে একটি উচ্চস্তরের তদন্ত কমিটি গঠনে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে আইনজীবী বলেন, বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবিধানিকভাবে বন্য হাতিদের রক্ষা করতে বাধ্য, কিন্তু তারা সেটি পালনে ব্যর্থ হওয়ায় গত ১৯ বছরে চট্টগ্রামে ১০৬টি হাতি মারা গেছে বলে জানা গেছে।
মনোজ কুমার ভৌমিক দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৩ আগস্ট বন্য হাতির মৃত্যু নিয়ে দ্য ডেইলি স্টারে ‘Elephant Poaching, killings: Swept under the rug’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে তিনি এই রিট করেছেন।
আগামী এক বা দুদিনের মধ্যে রিটের শুনানি হতে পারে বলেও জানান তিনি।
Comments