ডিবি পুলিশ পরিচয় দেওয়া ১১ ছিনতাইকারী গ্রেপ্তার
ওরা ১১ জন মিলে একটি গ্রুপ তৈরি করে। প্রতিদিন সন্ধ্যায় ঠিক করে নেয় কোন এলাকায় ছিনতাই করবে। নির্দিষ্ট এলাকায় অবস্থান নিয়ে লক্ষ্য ঠিক করে। তারপর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে টার্গেট করা ব্যক্তির দেহ তল্লাশি করার নামে সর্বস্ব ছিনিয়ে নেয়।
গত কয়েকদিন ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সেই ১১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ তথ্য জানিয়ে কোতয়ালি জোনের সহকারি কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ১৭ আগস্ট পুরান ঢাকার জনসন রোডে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর কোতয়ালি থানায় মামলা রুজু হয়।’
তিনি আরও বলেন, ‘সেই ঘটনার তদন্ত করতে গিয়ে মো. সোহাগকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ১১ ছিনতাইকারীর গ্রুপটি সম্পর্কে জানা যায়। এরপর টঙ্গীতে অভিযান চালিয়ে এই চক্রের ইকবাল, জাকির ও সুমনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তাররকৃতরা হলেন: সরোয়ার হোসেন ওরফে সরোয়ার খাঁ, মো. দুলাল (৩৮), আনোয়ার গুলদার (৪২), আমির (৩৮), মো. নাছির হাওলাদার (২৮), ইমন ওরফে কাজল কুমার দে (২৮), মো. ইকবাল (৩৪), মো. সোহাগ খান (২৩), মো. জাকির হোসেন (৩৮), মো. সুমন (৩০) ও মো. রমজান (২৭)।
সে সময় তাদের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাপ, দুটি ডিবি জ্যাকেট ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয় উল্লেখ করে পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন জন আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের রিমান্ড চাওয়া হয়েছে।’
Comments