গাইবান্ধায় ব্রিজ ভেঙে ডুবে যাওয়া ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার
গাইবান্ধার ফুলছড়িতে ৫০ টন ওজনের একটি সিমেন্ট বোঝাই ট্রাক বেইলি ব্রিজ ভেঙে পানিতে পড়েছে। ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ সকাল ৭টার দিকে ছালুয়া নামক জায়গায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা চালকের সহকারী তারিকুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলেও চালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারেনি।
পরে দুপুর ১টায় ফুলছড়ি ফায়ার সার্ভিস, গাইবান্ধা ফায়ার সার্ভিস এবং রংপুরের ডুবুরিরা চালক জাহাঙ্গীর মিয়ার মরদেহ উদ্ধার করে বলে জানান ফুলছড়ি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মী আঝাউল ইসলাম।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির জানান, ‘ব্রিজটির অবস্থা ভালই ছিল। কিন্তু ৫০ টন ওজনের ট্রাকের ভার সইবার মতো ছিল না। ব্রিজটি মেরামত করতে কমপক্ষে সাত দিন সময় লাগবে।
Comments