রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি
অবিলম্বে রাষ্ট্রায়ত্ব পাটকল চালু ও আধুনিকায়নের দাবিতে খুলনার খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। আজ সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা নতুন রাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির সভায় আগামী ২৯ তারিখ ঢাকায় এ বিষয়ে জাতীয় কনভেনশনের ঘোষণা দেওয়া হয়েছে।
এ কর্মসূচিতে নাগরিক পরিষদের নেতারা সরকারের পাটকল বন্ধের সমালোচনা করেন এবং দেশবাসীকে এই আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান।
আজ অবস্থান কর্মসূচিতে কয়েকশ শ্রমিক ও নাগরিক পরিষদের নেতারা অংশ নেন। শ্রমিক নেতারা বিভিন্ন কারখানার গেট থেকে প্ল্যাকার্ড হাতে শ্লোগান দিতে দিতে নতুন রাস্তার মোড়ে এসে হাজির হন। কর্মসূচিতে তারা এগারো দফা প্রস্তাবনা উপস্থাপন করেন।
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক কুদরত-ই-খুদা বলেন, 'বিশ্ব বাজারে যখন পাটের চাহিদা বাড়ছে, বেসরকারি মিলগুলো যখন লাভবান হচ্ছে, ঠিক এ সময় রাষ্ট্রীয় কারখানাগুলো বন্ধ ঘোষণা করা এবং পিপিপি-তে পাটকল চালানোর সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক সেটা এখন বিবেচ্য বিষয়।'
তিনি আরও বলেন, 'বর্তমানে দেশের পরিবহন, নগরায়ন, পর্যটন, ইকোনমিক জোন, স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা ও শিল্পখাতে মোট ৫৬টি প্রকল্প পিপিপি-তে চলছে। এগুলোর কোনটির অবস্থা ভালো নয়।'
'কারখানাগুলা বন্ধ করতে সরকার পাঁচ হাজার কোটি টাকা বাজেট ধার্য না করে বরং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর প্রস্তাবনা অনুযায়ী ১২০০ কোটি টাকায় আধুনিকায়ন করা সম্ভব,' যোগ করেন তিনি।
কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স বলেন, 'এই সরকারকে আজ হোক আর কাল হোক রাষ্ট্রায়ত্ব এই কারখানাগুলো চালু করতেই হবে। রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোর সম্পদ লুটপাট করার ষড়যন্ত্র বন্ধ করে, অবিলম্বে বন্ধ সব পাটকল চালু করতে হবে। পিপিপি, লিজ বা ব্যক্তি মালিকানায় নয়, রাষ্ট্রের মালিকানাতেই পাটকলগুলো চালু করা করতে হবে।'
বক্তারা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি এর দুর্নীতি-লুটপাট এবং পাটকল পরিচালনায় ভুলনীতি পাটকলগুলোর লোকসানের মূল কারণ। স্কপ এর প্রস্তাবনা অনুযায়ী মাত্র ১২শ কোটি টাকা ব্যয় করে পাটকলগুলোর আধুনিকায়ন ও লাভজনক করা সম্ভব।
২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের পিএফ, গ্রাচুইটিসহ সব পাওনা এবং সব শ্রমিকদের বকেয়া ছয় সপ্তাহের মজুরি, বোনাসের টাকা পরিশোধের দাবি জানান তারা।
আগামী ২৯ আগস্ট ঢাকায় জাতীয় কনভেনশনের ঘোষণা দেয় সম্মিলিত নাগরিক পরিষদ।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন-পরিষদের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও ইষ্টার্ণ জুট মিল সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর খুলনা জেলা সমন্বয়ক ও জনার্দন দত্ত নাণ্টু।
Comments