বোলারদের জন্য ‘ফ্রি বল’ নিয়ম চান অশ্বিন
সীমিত সংস্করণের ক্রিকেটে নিয়ম কানুন অনেকটা ব্যাটসম্যান বান্ধব বলে প্রায়ই হাহাকার করেন বোলাররা। ওয়ানডে, টি-টোয়েন্টিতে বোলাররা নো বল করলেই ‘ফ্রি হিট’ পান ব্যাটসম্যানরা। যাতে রানআউট ছাড়া আর কোনভাবে আউটের পথ নেই। ‘মানকাডিং’ আউট নিয়ে বিতর্ক জিইয়ে স্পষ্ট অবস্থান নেওয়া রবীচন্দ্র অশ্বিন বোলারদের জন্যও এবার ‘ফ্রি বল’ রাখার সুবিধা চেয়েছেন।
বোলার বল ছুঁড়ার আগেই নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান ক্রিজ থেকে বেরিয়ে যান প্রায়ই। বোলাররা তখন বল না করে স্টাম্পে লাগালে ব্যাটসম্যানকে হতে হয় বিরল আউটের শিকার। না খেলেই ব্যাটসম্যান আউট হওয়ায় এমন আউটকে নীতিবিরুদ্ধ বলে থাকেন অনেকে। অনেক দলের অধিনায়ক এরকম আউট করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করেন।
তবে নিয়মে থাকলে আবার সেটা নীতিবিরুদ্ধ হবে কেন, এমন মতের পক্ষেও আছেন অনেকে। ভারতের ভিনু মানকড় এ ধরণের আউট করে প্রথম আলোচিত হওয়ায় এটি ক্রিকেটে ‘মানকাডিং’ উইকেট হিসেবে পরিচিত।
আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে এরকম আউট করেছিলেন কিংস এলিভেন পাঞ্জাবের অশ্বিন। অশ্বিনের ওই আউট নিয়ে তখন ক্রিকেট বিশ্ব জুড়েই চলে আলোচনা-সমালোচনা। তবে অশ্বিন বরাবরই নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন।
তার মতে, বল ছোঁড়ার আগে নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান বেরিয়ে গেলে তাদের বাড়তি রান নেওয়ার সুযোগ বেড়ে যায়। সুতো পরিমাণ ব্যবধানে অনেকে রানআউট থেকেও বেঁচে যান।
এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে চলা অশ্বিন টুইটারে চাঙ্গা করেছেন নতুন আলোচনা। টুইট করে তিনি বলেছেন, নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যানরা বল ছোঁড়ার আগে ক্রিজ ছেড়ে বেরুলে বোলারদের ‘ফ্রি বল’ দেওয়া হোক। সেই ‘ফ্রি বল’ কীভাবে হতে পারে তার ব্যাখ্যাও দিয়েছেন এই অফ স্পিনার, ‘বোলারদের জন্য তবে ফ্রি বল নিয়ম করা হোক। ওই বলে যদি কোন ব্যাটসম্যান আউট হয়, তাহলে ব্যাটিং দলের ৫ রান কাটা হোক। ফ্রি হিটে যেমন ব্যাটসম্যানরা সুবিধা পায়, ফ্রি বল চালু করে বোলারদেরও সমান সুযোগ দেওয়া হোক।’
Comments