কোতোয়ালি থেকে নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার
রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকা থেকে নব্য জেএমবির (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কোতয়ালির বাবু বাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিটিটিসি বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শেখ ইমরান হোসাইন।
গ্রেপ্তার ব্যক্তির নাম— মো. সালেক ওরফে আবু সালেক (১৯)। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেখ ইমরান হোসাইন জানান, গ্রেপ্তারকৃত সালেক ২০১৮ সালে জেএমবিতে যোগ দেয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম সাইটের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করত। সালেকসহ আরও কয়েকজন মিলে বাড়ি ছেড়ে হিজরত করার পরিকল্পনা করছিল। এ ছাড়া, তারা অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামও সংগ্রহ করার চেষ্টাও করছিল।
Comments