হবিগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক ছাত্রলীগ নেতাকে আজ মঙ্গলবার ভোরে ইয়াবাসহ আটক করেছে।

প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক ছাত্রলীগ নেতাকে আজ মঙ্গলবার ভোরে ইয়াবাসহ আটক করেছে।
তিনি হচ্ছেন বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন ও একই উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মামুনকে ৩০০ পিস ইয়াবাসহ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Comments