পুলিশের মামলার ৩ সাক্ষী আরও ৪ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় কক্সবাজার সদর আদালত-৪ এর জ্যৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শারমিন শাহরিয়া ফেরদৌসের দায়ের করা হত্যা মামলার আসামি বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’
গত ২০ আগস্ট এই তিন আসামির প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষ হয়। ১১ আগস্ট মারিশবুনিয়া এলাকা থেকে র্যাব তাদের আটক করে।
এর আগে ৩১ জুলাই মেজর (অব.) সিনহা মেরিন ড্রাইভের একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সিনহা ও তার সঙ্গে থাকা সিফাতের বিরুদ্ধে মাদক ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ থানায় মামলা করে পুলিশ। উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতের দায়ের করা ওই মামলায় এই তিন জনকে সাক্ষী দেখানো হয়েছিল।
খাইরুল ইসলাম আরও বলেন, ‘এই তিন আসামিকে আগে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। তাদের বক্তব্য মামলার অন্য আসামিদের বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। অধিকতর তদন্তের স্বার্থে আবারো রিমান্ড চাওয়া হয়েছে।’
Comments