আগামীকাল রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
পাইপলাইন স্থানান্তরের কারণে আগামীকাল সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় ৯ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও বিতরণ সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাসের জরুরী রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর জিয়া সরণি, জুরাইন, ধোলাইপাড়, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, একে স্কুল রোড, মিরহাজিরবাগসহ অনেক এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া, ইরাকি কবরস্থান গলি ও এর আশেপাশের এলাকায় সব ধরণের গ্রাহকদের গ্যাস সংযোগ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
Comments