অনুশীলনে যোগ দেবেন মেসি
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টানতে চাওয়া লিওনেল মেসি দলটির প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবেন। এমন দাবি করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
গেল মঙ্গলবার বুরোফ্যাক্সের মাধ্যমে মেসি বার্সাকে জানিয়ে দেন যে, তিনি ক্লাব ছাড়তে মনস্থির করেছেন। চুক্তির একটি বিশেষ ধারা সক্রিয় করে ন্যু ক্যাম্পের সঙ্গে বন্ধন ছিন্ন করতে চান বিনামূল্যে। সবার আগে খবরটি দিয়েছিল টিওয়াইসি স্পোর্টসই।
২০২০-২১ মৌসুমকে সামনে রেখে আগামী সোমবার (৩১ অগাস্ট) থেকে অনুশীলন শুরু করবে বার্সেলোনা। নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে। গুঞ্জন রয়েছে, অনুশীলনে যোগ দিতে অস্বীকৃতি জানাতে পারেন মেসি।
তবে আর্জেন্টাইন গণমাধ্যমটি জানিয়েছে, প্রাক-মৌসুম অনুশীলনে নামবেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। কারণ, চুক্তিভুক্ত খেলোয়াড় হিসেবে অনুশীলনে অংশ নিতে তিনি বাধ্য। এই নিয়ম লঙ্ঘন করে পরিস্থিতি জটিল করে তুলতে চান না তিনি।
বুধবার বার্সার স্পোর্টিং ডিরেক্টর র্যামন প্লানেসও জানিয়েছেন, অনুশীলন করবেন না, এমন কথা দলটির কোচদের অবহিত করেননি মেসি, ‘অনুশীলনে অংশ নেবে না, সে কথা তো মেসি আমাদেরকে জানায়নি।’
Comments