ম্যাকেঞ্জির উপদেশ মেনে কাজ করছেন আফিফ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঝে লম্বা সময় স্থগিত ছিল দেশের সব ধরণের ক্রিকেট। তবে এর মাঝেই ক্রিকেটারদের পরামর্শ দিয়েছিলেন সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তখন থেকেই ব্যাটিংয়ের নানা টেকনিক নিয়ে কাজ করছেন হালের তরুণ তারকা আফিফ হোসেন ধ্রুব। এখনও তার উপদেশ মেনেই চলছেন এ ড্যাশিং ব্যাটসম্যান।
afif
আফিফ হোসেন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঝে লম্বা সময় স্থগিত ছিল দেশের সব ধরণের ক্রিকেট। তবে এর মাঝেই ক্রিকেটারদের পরামর্শ দিয়েছিলেন সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তখন থেকেই ব্যাটিংয়ের নানা টেকনিক নিয়ে কাজ করছেন হালের তরুণ তারকা আফিফ হোসেন ধ্রুব। এখনও তার উপদেশ মেনেই চলছেন এ ড্যাশিং ব্যাটসম্যান।

কদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন ম্যাকেঞ্জি। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান। তবে টাইগার ডেরায় এখনও যোগ দেননি তিনি। তাই ম্যাকেঞ্জির দেওয়া উপদেশ মেনে চলছেন আফিফ। এ তরুণের বিশ্বাস, প্রোটিয়া কোচের দেওয়া উপদেশ ঠিকঠাকভাবে মানতে পারলে নিজের ব্যাটিংয়ে আরও উন্নতি হবে।

'লকডাউনের এই পরিস্থিতিতে আসলে অনেক সময় পাওয়া গেছে ব্যাটিং নিয়ে চিন্তা করার। আমাদের আগের যে ব্যাটিং কোচ ছিলেন ম্যাকেঞ্জি, তাঁর সঙ্গে অনলাইনে আলোচনার মাধ্যমে ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। আর সেগুলো আপাতত করার চেষ্টা করছি। সেগুলো ফিক্স করতে পারলে হয়তো আরো ভালো পারফর্ম করতে পারবো।' -অনুশীলনে কি করছেন তা জানিয়ে এমনটাই বলেন আফিফ।

লকডাউনের সময় শুধু ব্যাটিং নয়, প্রায় সব কিছু নিয়েই কাজ করেছেন আফিফ। সময়টা কঠিন গেলেও অনলাইন মিটিংয়ে কোচদের উৎসাহে নিয়মিত কাজ চালিয়ে গেছেন তিনি, 'আমাদের কোচিং স্টাফ এবং ট্রেইনাররা যে সূচি দিয়েছিল বাসায় অনুশীলনের জন্য সেগুলো মেনে চলার চেষ্টা করেছি এবং আমাদের অনলাইনে যে মিটিংগুলো হয়েছে সেগুলো আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে।'

প্রায় চার মাসের বেশি সময় সব ধরণের ক্রিকেট বন্ধ থাকার পর মাস দেড়েক হলো ব্যক্তিগত অনুশীলনের সুযোগ পেয়েছেন টাইগাররা। যদিও আফিফ অনুশীলন শুরু করেছেন ঈদের পর থেকে। অবশেষে মাঠে অনুশীলনের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এ তরুণ, 'লকডাউনের সময়টা অনেক কঠিন গেছে অবশ্যই... আর এখন মিরপুরে এসে অনুশীলন করতে পেরে বেশ ভালো লাগছে। সেশন অনুযায়ী নিজের যা যা করা দরকার সেগুলো করতে পারছি। আশা করি এগুলো সামনে কাজে দেবে।'

'সবধরনের খেলা বন্ধ ছিল। ক্রিকেটার হিসেবে অবশ্যই এটা কঠিন সময়। সামনে খেলা শুরু হচ্ছে এটা অবশ্যই একটা ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি সেই আশা রাখবো। আপাতত সেই অনুযায়ী অনুশীলন করছি।' -যোগ করে আরও বলেন আফিফ।

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

20m ago