স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে ২ এপিবিএন সদস্য
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজাহান ও কনস্টেবল সজীব আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ’র খাস কামরায় জবানবন্দি দেন এই দুই এপিবিএন সদস্য।
জবানবন্দি শেষে বিকেল সাড়ে ৫টায় ওই দুজনকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলে আদালতের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
এর আগে গতকাল বুধবার একই আদালতে র্যাবের হেফাজতে সাত দিনের রিমান্ডে থাকা অপর অভিযুক্ত আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আরও পড়ুন- স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আরও ২ এপিবিএন কনস্টেবল
Comments