পদত্যাগ করলেন টিকটকের প্রধান নির্বাহী

মার্কিন নিষেধাজ্ঞা শুরুর আগেই টিকটক ছাড়লেন চীনা মালিকাধীন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মেয়ার।
বিবিসি জানায়, মার্কিন নিষেধাজ্ঞার জেরে দায়িত্ব নেয়ার দুই মাসের মাথায় পদত্যাগ করেছেন তিনি।
গত জুনে টিকটকের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার আগে ডিজনির স্ট্রিমিং সেবার শীর্ষ নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন মেয়ার।
মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে ৯০ দিনের মধ্যে টিকটক বিক্রি করা না হলে, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হবে বলে শর্ত দেয় ট্রাম্প প্রশাসন।
কর্মীদের উদ্দেশ্যে এক চিঠিতে মেয়ার বলেন, ‘সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন এসেছে। এমন পরিস্থিতিতে করপোরেট কাঠামোতে কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন এবং আমার কাজে তা কীভাবে প্রতিফলিত হবে সে বিষয়ে আমি কাজ করেছি।’
চিঠিতে তিনি বলেন, ‘এমন এক পরিস্থিতিতে যখন আমরা দ্রুতই একটি পরিণতির দিকে এগোনোর আশা করছি, তখন দুঃখের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই যে, আমি কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
জাতীয় নিরাপত্তা ছাড়াও আরও নানা ইস্যুতে টিকটক, উইচ্যাটসহ চীনা মালিকানাধীন প্রযুক্তি কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে।
Comments