ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৭২৬৬ জনের করোনা শনাক্ত, মোট প্রায় ৩৪ লাখ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৭ হাজার ২৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ জনে দাঁড়াল।
ভারতের আহমেদাবাদে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য এক পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করছেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরা এক স্বাস্থ্যকর্মী। ১৭ আগস্ট ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৭ হাজার ২৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ জনে দাঁড়াল।

একই সময়ে মারা গেছেন আরও এক হাজার ৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৬১ হাজার ৫২৯ জন। আর মোট সুস্থ হয়েছেন ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২৭ শতাংশ।

আজ শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে তামিল নাড়ু, অন্ধ্র প্রদেশ ও কর্ণাটকে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নয় লাখ এক হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৮৪৮টি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তিন নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৪৮২ জন এবং মারা গেছেন আট লাখ ৩১ হাজার ৮২৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৬০ লাখ ১৩৭ জন।

Comments

The Daily Star  | English

Tigers' top order dislodged in Powerplay

Bangladesh skipper Najmul Hossain Shanto won the toss and chose to field first in the second T20I of the three-match series against India in Delhi on Wednesday.

3h ago