ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়নসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। আজ শুক্রবার সকালে মুক্তাগাছা ও ভালুকা উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে জানান, মুক্তাগাছার ময়মনসিংহ-জামালপুর সড়কের সত্রাশিয়া নামক এলাকায় দুর্ঘটনায় একজন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছেন।
তিনি জানান, আজ সকাল ৭টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক রঞ্জিত মিত্র (৫০) ও অপর দুই আরোহী গুরুতর আহন হন। তাদেরকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত মিত্রকে মৃত ঘোষণা করেন। আহত মাহমুদুল হাসান (৩৫) ও তানবির হাসানকে (১৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পেশায় টিভি মেকানিক রঞ্জিত মিত্র মুক্তাগাছা পৌর শহরের চৌরঙ্গী মোড় এবং মাহমুদুল হাসান ও তানবীর হাসান মুজাটি গ্রামের বাসিন্দা।
অপরদিকে, ভালুকায় ট্রাকচাপায় হেলাল খান (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে পৌরসভার বাঘরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হেলাল খান স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে চালক হেলাল খান ঘটনাস্থলেই প্রাণ হারান।
Comments