চুরি ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, পুকুরে নেমে বাবা-ছেলে নিহত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে শরীফুল ইসলাম (২৬) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তুলাশান গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাহীন আলম নামে এক ব্যক্তি দুই একর জমির ওপর তৈরি পুকুরে মাছ চাষ করেন। মাছ চুরি ঠেকাতে রাতে তিনি পুকুরে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। সেই পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল ও শরীফুল নিহত হয়েছেন।
তারা বলেন, গ্রামের দুই শিশু শাহীন আলমের পুকুরে থাকা নৌকায় নেমে বিদ্যুতায়িত হয়। দুই জনই লাফিয়ে পুকুর পাড়ে চলেও আসে। কারণ খোঁজার জন্য মোফাজ্জল নৌকায় নামেন। নৌকা ভেজা থাকায় নেমেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মোফাজ্জলের চিৎকার শুনে তার ছেলে শরীফুলও নৌকায় নামেন। সেখানে তাদের দুজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার কিছুক্ষণ পরে শাহীন আলম তার বাড়িতে তালা দিয়ে সপরিবারে পালিয়ে গেছেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নন্দীগ্রাম থানা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, শাহীন আলমকে তার বাড়িতে পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযাগ পাওয়ার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments