আইপিএল: চেন্নাই সুপার কিংসে করোনার আঘাত

খেলোয়াড়-স্টাফ মিলিয়ে চেন্নাই সুপার কিংসের অন্তত ১০ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
chennai super kings
ছবি: টুইটার

ভারতে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই সিদ্ধান্তের মূলে রয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসরটি নির্বিঘ্নে আয়োজন করার লক্ষ্য। কিন্তু শুরুর আগেই বৈশ্বিক মহামারি সজোরে আঘাত করেছে আইপিএলের ত্রয়োদশ আসরকে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো শুক্রবার তাদের এক প্রতিবেদনে বলেছে, খেলোয়াড়-স্টাফ মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংসের অন্তত দশ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাদের মধ্যে একজন ক্রিকেটার। বাকিরা সাপোর্ট স্টাফ ও নেট বোলার।

আগের দিন দুবাইয়ের একটি হোটেলে অবস্থানরত দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছিল।

আইপিএলের কোভিড-১৯ প্রটোকল অনুসারে, আরব আমিরাতে পৌঁছানোর পর বিমানবন্দরেই সব দলের সব সদস্যকে করোনাভাইরাস পরীক্ষা দিতে হবে। ফল নেগেটিভ এলে নিজ নিজ হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে ছয় দিন। সেসময় আরও তিন দফা (প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে) করোনা পরীক্ষা করানো হবে সবার। সবগুলো পরীক্ষায় উতরে গেলে তবেই মিলবে জৈব সুরক্ষিত পরিবেশে অনুশীলন শুরু করার অনুমতি।

তৃতীয় দফায় অর্থাৎ পঞ্চম দিনের করানো পরীক্ষাতে চেন্নাইয়ের খেলোয়াড়-স্টাফদের পজিটিভ ফল এসেছে।

উদ্ভূত পরিস্থিতিতে কোয়ারেন্টিনে থাকার মেয়াদ বাড়িয়েছে চেন্নাই। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন স্থগিত করেছে তারা। গেল ২১ অগাস্ট দুবাইতে পা রাখা দলটির অনুশীলন শুরু করার কথা ছিল শুক্রবার থেকেই।

প্রটোকল অনুসারে, করোনায় আক্রান্তদের অন্তত দুই সপ্তাহ থাকতে হবে কোয়ারেন্টিনে। দলের সঙ্গে ফের যুক্ত হওয়ার আগে দুটি পরীক্ষায় নেগেটিভ ফল আসতে হবে তাদের।

Comments

The Daily Star  | English

Fire breaks out on LPG tanker at Kutubdia anchorage

31 people, including 18 crew comprising nine Bangladeshis, eight Indonesians, and one Indian, were rescued

36m ago