সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে বিয়ানীবাজার উপজেলাগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনস্থলেই তিনজন মারা যান।’
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Comments