করাচিতে বন্যায় ২৩ জনের মৃত্যু

পাকিস্তানের বাণিজ্য নগরী করাচিতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২৩ জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্নসহ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় শহরজুড়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার করাচিতে ২৩০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। যা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এমনকি গত ৮৯ বছরের মধ্যে আগস্ট মাসে বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি।
অত্যধিক বৃষ্টিপাতের ফলে করাচির অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে এবং বন্যার তোড়ে বহু কাঁচা-পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
করাচির পুলিশ প্রধান গুলাম নবী মেমন রয়টার্সকে বলেন, ‘নারী ও শিশুসহ কমপক্ষে ২৩ জন মারা গেছেন। দেয়াল ও ছাদের নীচে ছাপা পড়ে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।’
Comments