চলে গেলেন ব্ল্যাক প্যান্থার তারকা চ্যাডউইক বোজম্যান

ব্ল্যাক প্যান্থার খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন। দীর্ঘ চার বছর ধরে কোলোন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৪৩ বছর।
চ্যাডউইক বোজম্যান। ফাইল ফটো রয়টার্স

ব্ল্যাক প্যান্থার খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন। দীর্ঘ চার বছর ধরে কোলোন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

শনিবার সকালে চ্যাডউইক বোজম্যানের টুইটার হ্যান্ডেল থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

'থার্ড ওয়াচ', 'ল অ্যান্ড অর্ডার' ও 'ইআর' এর মতো টেলিভিশন ড্রামায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন বোজম্যান।

মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির জন্য ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ছবিটি অস্কারে সেরা ছবির মনোনয়নও পেয়েছিল। ছবিটি তিনটি একাডেমি পুরষ্কার জিতেছে। এ ছাড়াও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের কিছু ছবিতেও দেখা গেছে তাকে।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় জন্মগ্রহণ করেন চ্যাডউইক বোজম্যান। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক শেষ করেন তিনি।

শনিবার এক টুইটে জানানো হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, চ্যাডউইক আর নেই। ২০১৬ সালে তার স্টেজ–৩ কোলন ক্যানসার ধরা পড়ে। পরে সেটি স্টেজ–৪-এ চলে যায়। চার বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন । সত্যিকারের যোদ্ধা এই পরিস্থিতির মধ্যেও তার গুণমুগ্ধ ভক্তদের জন্য বিভিন্ন চরিত্র উপহার দিয়েছেন। ব্ল্যাক প্যান্থার সিনেমায় কিং টিচ্যালা তার জীবনের অন্যতম প্রাপ্তি।’

Comments

The Daily Star  | English

Who are giving us earthquake data?

BMD ill-equipped, still relies on manual system with no seismologist or geologist involved

11h ago