পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে নবজাতক ও প্রসূতি উদ্ধার

পঞ্চগড় শহরের পাশে করতোয়া সেতুর নীচ থেকে নবজাতকসহ এক প্রসূতিকে উদ্ধার করেছে পুলিশ ও দমকল বাহিনী। আজ দুপুরে সেতুর নীচেই সন্তান প্রসব করেন তিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
৩৫ বছরের ওই প্রসূতি পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা এলাকার জামিরুলের স্ত্রী বলে জানা গেছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুরের দিকে এক নারী করতোয়া সেতুর নিচে প্রসব করেছেন বলে খবর পাওয়া যায়। সদ্য ভূমিষ্ঠ শিশুসহ মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা চার বছরের অন্য একটি শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সিরাজউদ্দৌলা বলেন, নবজাতক ও মা সুস্থ আছেন। শিশুটিকে হাসপাতালের নবজাতক পরিচর্যা কক্ষে রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত এক মাস ধরে পঞ্চগড় শহরে ভবঘুরে জীবন কাটাচ্ছিলেন ওই নারী। শনিবার দুপুরে তাকে করতোয়া সেতুর নীচে পাইল ক্যাপে প্রসব করতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ওই প্রসূতি বলেন, বেশ কিছুদিন আগে স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেন।
স্বামী জামিরুল ওরফে মাঞ্জা বলেন, দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। আগের মেয়েটি অন্য স্বামীর। ছয় মাস আগে বাড়িতে ঝগড়া করে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়ে সে আর ফিরেনি।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, প্রাথমিকভাবে পুলিশ তার চিকিৎসার ব্যয় বহন করছে। অবস্থা বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Comments