১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন পূর্বের ভাড়ায় না চললে আইনি ব্যবস্থা: মালিক সমিতি
আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে পূর্বের ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এই সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মালিক সমিতি জানিয়েছে।
আজ শনিবার সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন- গাড়িতে যত সিট তত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ভাড়ায় গণপরিবহন চলাচল করতে পারবে। তবে দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
এতে আরও বলা হয়, গণপরিবহনে কর্মরত চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে ওঠানো যাবে না। গাড়িতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং প্রত্যেক যাত্রী তা ব্যবহার করছে কিনা সে ব্যাপারে নজর রাখতে হবে।
‘গত ১ জুন থেকে করোনা পরিস্থিতিতে সরকারের অনুমতির পরে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে বাস ও মিনিবাস পরিচালনা করে আসছি,’ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে, কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে নিষেধ করেছে পরিবহন মালিক সমিতি। এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও গাড়ির কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
Comments