১ দিনে করোনা আক্রান্তের সংখ্যায় ভারতের বিশ্ব রেকর্ড
ভারতে গত এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৭৬১ জন। এক দিনে আক্রান্তের হিসাবে এটি এখন পর্যন্ত সর্বাধিক।
আজ রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, এক দিনে রেকর্ড সংখ্যক আক্রান্তের ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩ জনে।
করোনায় ভারতে মোট মারা গেছেন ৬৩ হাজার ৪৯৮ জন।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রে ৭৭ হাজার ২৫৫ জন আক্রান্ত হলে এক দিনে আক্রান্তের হিসাবে তা বিশ্বে সর্বোচ্চ ছিল। এরপর, গত ২৭ আগস্ট ভারতে ৭৭ হাজার ২৬৬ জন আক্রান্ত হলে তা নতুন রেকর্ড সৃষ্টি করে।
ভারতে এক দিনে আক্রান্তের আবারও নতুন রেকর্ড সৃষ্টি হয় আজ ৭৮ হাজার ৭৬১ জনের আক্রান্তের মধ্য দিয়ে।
জনস হপকিনসের তথ্য মতে, করোনা রোগীর সংখ্যার দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
করোনায় মৃত্যুর হিসাবে ভারতের অবস্থান চতুর্থ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকো।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৭৬ দশমিক ৬১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৯ শতাংশ।
দেশটিতে করোনা রোগীর সংখ্যা এক লাখে পৌঁছতে সময় লেগেছিল ১১০ দিন। কিন্তু, তা ১০ লাখের বেশি হয়েছিল মাত্র ৫৯ দিনে।
ভারতে করোনা রোগী ২০ লাখে পৌঁছায় গত ৭ আগস্ট এবং ৩০ লাখে পৌঁছায় ২৩ আগস্ট।
দেশটির গণমাধ্যমগুলো জানায়, ভারতে সবচেয়ে বেশি করোনা রোগী রয়েছেন মহারাষ্ট্রে (আক্রান্ত ৭ লাখ, মৃত্যু ২৪ হাজার)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিলনাড়ু (আক্রান্ত ৪ লাখ, মৃত্যু ৭ হাজার), তৃতীয় অবস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (আক্রান্ত ৪ লাখ, মৃত্যু ৩ হাজার)। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে কর্ণাটক (আক্রান্ত ৩ লাখ, মৃত্যু ৫ হাজার) ও উত্তরপ্রদেশ (আক্রান্ত ২ লাখ, মৃত্যু ৩ হাজার)।
এছাড়াও, ষষ্ঠ অবস্থানে রয়েছে দিল্লি, সপ্তমে পশ্চিবঙ্গ, অষ্টমে বিহার, নবমে তেলেঙ্গানা ও দশম অবস্থানে রয়েছে আসাম।
Comments