গাজীপুরের কোনাবাড়ী থেকে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে সেপটিক ট্যংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের লোকজনকে সংবাদ দেয়। পরিবারের লোকজন সেপটিক ট্যাংক খুলে ভিতরে একটি বস্তা দেখে পুলিশকে জানায়।’
‘বস্তার ভেতরে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ পাওয়া গেছে’ উল্লেখ করে তিনি জানান, তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Comments