পাবনা-৪ আসনের উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন নুরুজ্জামান বিশ্বাস
পাবনা-৪ আসনের আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে আজ রোববার ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসকে মনোনীত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, ড. আবদুর রাজ্জাক ও ফারুক খানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কমিটি পাবনা-৪ আসনের উপনির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসকে দলীয় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুসারে পাবনা-৪ আসনের উপনির্বাচন ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং যার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২ সেপ্টেম্বর।
আগামী ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২ সেপ্টেম্বর।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাংসদ শামসুর রহমান শরীফের মৃত্যুর পরে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
Comments