পর্বতারোহী রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসের চালক এস এম দারুস সালাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ রোববার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী ১৬৪ ধারায় দারুস সালামের জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে, শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন তাকে আদালতে হাজির করেন।
তাৎক্ষণিকভাবে দারুস সালামের জবানবন্দির বিস্তারিত জানা যায়নি। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।
গত ২৬ আগস্ট রাজধানীর শাহাজাহানপুর এলাকা থেকে অভিযুক্ত চালক দারুস সালামকে গ্রেপ্তার এবং টয়োটা মাইক্রোবাসটিকে জব্দ করে পুলিশ।
গত ৭ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে লেক রোডে সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস চাপায় নিহত হন রেশমা নাহার রত্না।
পথচারীরা আহত রত্নাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
Comments