হাতি রক্ষায় প্লাস্টিক পণ্য আমদানি নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা
বর্জ্য খেয়ে বন্য হাতি ও হরিণের মৃত্যু রুখতে প্লাস্টিক পণ্য আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। গত শুক্রবার দেশটির পরিবেশ মন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।
আজ রোববার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জাকার্তা পোস্টের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ময়লা-আবর্জনা খেয়ে মারা যাওয়া প্রাণীদের ময়নাতদন্তে পেটে প্লাস্টিক পাওয়া গেছে। তাই প্লাস্টিক বর্জ্য হাতির মৃত্যুর প্রধান কারণ বলে মনে করছে দেশটির পরিবেশ সংশ্লিষ্টরা।
পরিবেশ মন্ত্রী মাহিন্দ আমারাভিরা বলেন, ‘পলিথিনসহ প্লাস্টিক পণ্য আমদানি বন্ধে সংসদে আইন প্রণয়ন করা হচ্ছে।’
কয়েক মাসের মধ্যে এই আইন কার্যকর হবে বলে দেশটির কর্মকর্তারা জানান।
আমারাভিরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্লাস্টিক বর্জ্য হাতি, হরিণসহ আমাদের অন্যান্য বন্যপ্রাণীর মারাত্মক ক্ষতি করছে। ফলে, বন্যজীবন হুমকির মুখে।’
‘এই পরিস্থিতি প্রতিরোধে আমাদের জরুরিভাবে উদ্যোগ নেওয়া দরকার,’ বলেন তিনি।
শ্রীলঙ্কা ২০১৭ সাল থেকে খাবার এবং শপিংব্যাগ মোড়ানোর কাজে ব্যবহৃত নন-বায়োডেগ্র্যাডেবল প্লাস্টিকের উত্পাদন বা আমদানি নিষিদ্ধ করেছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে মানুষ ও হাতির মধ্যে সংঘাত কমাতে পরিবেশ কর্মকর্তাদের দুই বছরের মধ্যে একটি পরিকল্পনা বাস্তবায়নের সময় দিয়েছেন। গত বছর দেশটিতে মানুষ ও হাতির সংঘাতে ৬০৭টি হাতি এবং ১৮৪ জন মানুষের মারা যায়।
Comments