ধোনিদের যথাসময়ে আইপিএল শুরু করা নিয়ে সংশয়ে সৌরভ

sourav ganguly
ছবি: এএফপি

চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান জানালেন, মহেন্দ্র সিং ধোনির দল নির্ধারিত সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করতে পারবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

গেল বৃহস্পতিবার খেলোয়াড়-স্টাফ মিলিয়ে প্রতিযোগিতাটির তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ১৩ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। পরবর্তীতে বিসিসিআই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। আক্রান্তদের মধ্যে দুজন ক্রিকেটার। বাকিরা সাপোর্ট স্টাফ ও নেট বোলার।

এমন পরিস্থিতিতে নির্ধারিত সূচি অনুসারে ধোনিদের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। উদ্ভূত পরিস্থিতিতে কোয়ারেন্টিনে থাকার মেয়াদ বাড়িয়েছে চেন্নাই। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অনুশীলন স্থগিত করেছে তারা।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের ত্রয়োদশ আসর। তবে চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি ভারতীয় বোর্ড।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার কাছে সৌরভ বলেছেন, ‘আমি সিএসকের (চেন্নাই) পরিস্থিতি নিয়ে (এই মুহূর্তে কোনো) মন্তব্য করতে পারি না। তারা সূচি অনুযায়ী (আইপিএল) শুরু করতে পারে কিনা তা আমাদের দেখতে হবে।

বিসিসিআই সভাপতি যোগ করেছেন, ‘আমি আশা করি, আইপিএল ভালোভাবে পরিচালিত হবে। প্রতিযোগিতাটির জন্য আমাদের একটি লম্বা সূচি রয়েছে এবং আমি আন্তরিকভাবে আশা করি, সব কিছু ঠিকমতো হবে।’

এর আগে টানা দুদিনে দুটি বড় ধাক্কা খায় চেন্নাই। দলটিতে করোনাভাইরাসের থাবা পড়ার পরদিন ভারতে ফিরে গেছেন বাঁহাতি তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। ব্যক্তিগত কারণে আইপিএলের আসন্ন আসরে খেলবেন না তিনি।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে এবারের আইপিএল। এই সিদ্ধান্তের মূলে রয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসরটি নির্বিঘ্নে আয়োজন করার লক্ষ্য। কিন্তু শুরুর আগেই বৈশ্বিক মহামারি সজোরে আঘাত করেছে প্রতিযোগিতাটিকে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago