চীনা ভ্যাকসিনের ট্রায়াল শিগগির শুরু হবে বাংলাদেশে
বাংলাদেশে খুব শিগগির চীনের উদ্ভাবিত নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মিলনায়তনে মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘চীন থেকে আমদানির প্রক্রিয়াধীন করোনা প্রতিরোধ ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে খুব শিগগির হবে।’
‘পুষ্টি মাসে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ এবং বিধি-২০১৭ অবহিতকরণ এবং মনিটরিং বিষয়ক কর্মশালা’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, ‘মানবতার সেবায় স্ব-প্রণোদিত হয়ে যারা এগিয়ে আসবে, শুধুমাত্র তাদেরকে করোনা ভ্যাকসিন ট্রায়াল কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। জোর করে কাউকে আনা হবে না।’
যারা এ কাজে সম্পৃক্ত থাকবেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়া হবে কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান তিনি।
Comments