মেঘনা নদী‌তে ২ স্পিড‌বো‌টের মু‌খোমু‌খি ধাক্কায় শিশু নিহত

ব‌রিশা‌লের হিজলা উপ‌জেলায় মেঘনা নদী‌তে দুইটি স্পিড‌বো‌টের মু‌খোমু‌খি ধাক্কায় ১১ বছর বয়সী এক শিশুকন্যা নিহত হ‌য়ে‌ছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দি‌কে উপজেলার মেমানীয় সংলগ্ন মেঘনা নদী‌তে এই দুর্ঘটনা ঘ‌টে। এতে দুই স্পিডবো‌টের চালকসহ আরও তিন জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের উদ্ধার ক‌রে হিজলা স্বাস্থ্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি করা হয়েছে।

ব‌রিশা‌লের হিজলা উপ‌জেলায় মেঘনা নদী‌তে দুইটি স্পিড‌বো‌টের মু‌খোমু‌খি ধাক্কায় ১১ বছর বয়সী এক শিশুকন্যা নিহত হ‌য়ে‌ছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দি‌কে উপজেলার মেমানীয় সংলগ্ন মেঘনা নদী‌তে এই দুর্ঘটনা ঘ‌টে। এতে দুই স্পিডবো‌টের চালকসহ আরও তিন জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের উদ্ধার ক‌রে হিজলা স্বাস্থ্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।

মেমানীয় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান না‌সির উদ্দিন হাওলাদার দ্য ডেইলি স্টারকে জানান, নিহ‌ত শিশুর নাম রা‌জিয়া। সে ওই ইউনি‌য়‌নের ভা‌রৈয়া গ্রা‌মের বেল্লাল রা‌ঢ়ির মে‌য়ে। কিন্তু, গত ক‌য়েক‌দিন যাবৎ সে একই ইউনিয়‌নের চরকুশু‌রিয়া গ্রা‌মে তার মামা আব্দুল্লাহর সঙ্গে থাকত।

হিজলা গৌরবদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, গত ২৯ আগস্ট আব্দুল্লাহ চি‌কিৎসার জন্য ব‌রিশাল যায়। সে সময় তার সঙ্গে রা‌জিয়াও গি‌য়ে‌ছিল। গতকাল চরকুশু‌রিয়া ফেরার জন্য মামা-ভা‌গ্নি হিজলা উপ‌জেলার পুরান লঞ্চঘাট থে‌কে রাত সাড়ে ৮টার দি‌কে হিজলা গৌরবধী রু‌টের স্পিড‌বো‌টে ওঠে। সে সময় বো‌টে চালকসহ তারা তিন জন ছিলেন।‌ স্পিডবোট মেঘনা মোহনায় পৌছ‌ালে বিপরীত দিক থে‌কে আসা আরেকটি স্পিড‌বোটের সঙ্গে মু‌খোমু‌খি ধাক্কা লা‌গে। ওই স্পিড‌বো‌টে চালকসহ ছয় জন আরোহী ছিল।

হিজলা থানা ওসি অসীম কুমার সিকদার বলেন, ‘দুর্ঘটনায় স্পিড‌বো‌টের ব‌ডি ভে‌ঙে রা‌জিয়ার পে‌টে ঢু‌কে গেলে ঘটনাস্থ‌লেই সে মারা যায়। ত‌বে, শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছেন। দুই স্পিড‌বো‌টের চালকসহ আহত তিন জন‌কে হিজলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।’

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Awami League President Sheikh Hasina has ruled out the possibility of its leaders running as independents withdrawing from the race.

11h ago