আইপিএল মানুষকে ‘সব স্বাভাবিক’ হওয়ার বার্তা দিবে: সৌরভ

১৯ সেপ্টেম্বর থেকে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে দর্শকশূন্য মাঠে শুরু হবে খেলা। সোমবার এক অনলাইন আলোচনায় বিসিসিআই প্রধান নেতিবাচক অবস্থার মধ্যেও খুঁজছেন ইতিবাচক দিক
sourav ganguly
ফাইল ছবি: এএফপি

ভারতে ক্রমশ বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্ত আর মৃত্যুর সংখ্যায় তৈরি হচ্ছে নতুন রেকর্ড। বিশ্বের সামগ্রিক পরিস্থিতিও একই অবস্থা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করছেন শক্তি হারাতে চলেছে করোনা। আর এই মহামারির মধ্যে আইপিএল আয়োজন করে মানুষকে ‘সব স্বাভাবিক’ হওয়ার বার্তা দিতে যাচ্ছেন তারা।

চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসর শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসে।  কিন্তু তখন করোনার কারণে অনেক দেশের মতো ভারতেও শুরু হয় লকডাউন।

স্থগিত হয়ে যাওয়া ফ্রেঞ্চাইজির এই আসর এক সময় অনিশ্চিত হয়ে পড়ে। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় এই সময়টাই আইপিএলের জন্য বেছে নেয় বিসিসিআই। তবে ভারতে করোনার সংক্রমণ চরম বাজে অবস্থায় থাকায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।

১৯ সেপ্টেম্বর থেকে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে দর্শকশূন্য মাঠে শুরু হবে খেলা। সোমবার এক অনলাইন আলোচনায় বিসিসিআই প্রধান নেতিবাচক অবস্থার মধ্যেও খুঁজছেন ইতিবাচক দিক,  ‘ব্রডকাস্টারদের আশা, এবার সবচেয়ে বেশি মানুষ আইপিএল দেখবেন। মাঠে যাওয়া হবে না কিন্তু সকলের চোখ থাকবে টিভি পর্দায়। খারাপের মাঝেও একটা ভাল দিক আছে।’

ভারতে করোনা সংক্রমণ মাত্রা এখন উচ্চ পর্যায়ে। আক্রান্তের  সংখ্যা চল্লিশ লাখের কাছাকাছি, যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। জনবহুল দেশটিতে মারা গেছেন ৬৫ হাজারের বেশি মানুষ। তবে সৌরভের মতে শক্তি হারাতে চলছে এই ভাইরাস, কদিনের মধ্যেই আরও উন্নতি দেখা যাবে। আর এই সময় আইপিএল আয়োজন করে মানুষকে একটা সহজ পরিবেশের বার্তাও নাকি দিচ্ছেন তারা,  ‘পাঁচ-ছ মাস পর হয়তো ভ্যাকসিন চলে আসবে। তারপর সবই স্বাভাবিক হয়ে যাবে। আমার ধারণা ভাইরাস অনেকটাই শক্তি হারিয়েছে। কদিনের মধ্যে আরও কমে যাবে।’

‘আমরা আইপিএল আয়োজন নাও করতে পারতাম। কিন্তু মানুষ তো অনেক বিপর্যস্ত সময় থেকে ঘুরে দাঁড়িয়েছে। আইপিএল আয়োজন করে মানুষের মধ্যে একটা ধারণা দিতে চেয়েছি যে সব ঠিক হয়ে যাবে।’

 

 

Comments

The Daily Star  | English
Jatiya Party announces candidates for 289 seats

National polls: AL wants to sit with Jatiya Party tomorrow, says Chunnu

Awami League wants to sit with the main opposition Jatiya Party tomorrow to discuss various issues regarding the January 7 national election.

37m ago